দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৪ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্র্রাজিল ও কলাম্বিয়া। স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের স্টেডিয়ামের প্রায় সব দর্শক জয় নিয়ে ঘরে ফিরতে চাইবে এটিই স্বাভাবিক। তবে শেষ হাসি কার হবে সেটি দেখতে শেষ বাঁশির জন্য অপেক্ষা করতে হবে। খেলা দেখতে খাকুন দি ঢাকা টাইমস্-এ সরাসরি- প্রতি গোলের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিল দর্শকদের পুরো সমর্থন পাবে আজকের এই খেলায়। ব্রাজিলের ফুটবল মাঠ আজ কানায় কানায় পূর্ণ। এমন এক পরিস্থিতিতে আজকের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ জিততে পারলেই ব্রাজিল চলে যাবে সেমিফাইনালে। তারপর আর একটি ধাপ পার হলেই ফাইনাল খেলার অনুভূতি।
শুধু ব্রাজিল নয় বিশ্বকাপ নিয়ে মেতে আছেন বাংলাদেশের দর্শকরাও। তারা ব্রাজিলের জয় দেখার জন্য উদগ্রীব। বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। দেশজুড়ে এই রমজানে রাত জেগে খেলা দেখার জন্য বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় ছিলেন। তবে সব অপেক্ষা এবং রাত জাগার অবসান হবে যদি ব্রাজিল জয় ছিনিয়ে আনতে পারে। এখন দেখা যাক কি হয়। খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই।
তুরুপের তাস নেইমারও আছেন
ইনজুরির কারণে নেইমারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। তাই দর্শকরা বেশ হতাশায় পড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। নেইমারের গোল হয়তো দর্শকরা উপভোগ করতে পারবেন। তেমনটাই আশা করছেন বাংলাদেশের দর্শকসহ বিশ্বের কোটি কোটি দর্শকরা। এই নেইমারকে ব্রাজিলের তরুপের তাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
ব্রাজিল:
নিকনেম: সেলেকাও
কোচ: লুইস ফিলিপ স্কলারি
অধিনায়ক: থিয়াগো সিলভা
সম্ভাব্য একাদশ:
নেইমার, জুলিও সিজার, থিয়াগো সিলভা, মার্সেলো, পাউলিনহো, হাল্ক, দানি আলভেজ, ডেভিড লুইস, লুইস গুস্তাভো, অস্কার ও ফ্রেড।
কলম্বিয়া:
নিকনেম: লস ক্যাফেটিরস
অধিনায়ক: মারিও ইয়েপেস
কোচ: হোসে পেকারমান
সম্ভাব্য একাদশ:
দাভিদ ওসপিনা, সান্তিয়াগো আরিয়াস, লুই পেরা, মারিও ইয়েপেস, পাবলো আরমেরো, ম্যাকনেলি তোরেস, এডউইন ভ্যাইেন্সিয়া, ফ্রেদি গুয়ারিন, কার্লোস বাক্কা, জেমস রুদ্রিগুয়েজ।