দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের বিশ্বকাপে কলম্বিয়ার হামেস রদ্রিগেস যা করেছেন তা এক কোথায় অসাধারণ, একাই কলম্বিয়াকে তুলে এনেছেন কোয়াটার ফাইনালে। তবে এই ম্যাচে মুখোমুখি হতে হবে বিশ্বকাপের স্বাগতিক এবং হট ফেভারিট ব্রাজিলের। তাই তো কলোম্বিয়া এবং হামেস রদ্রিগেস নিয়ে ব্রাজিলের চুল ছেরা বিশ্লেষণ।
হামেস রদ্রিগেস নিয়ে সবাই যেখানে নানান বিশ্লেষণ করছেন সেখানে নেইমার নিজের এক মন্তব্যে বলেছেন হামেস রদ্রিগেসের দিন শেষ হচ্ছে কোয়াটার ফাইনালেই!
নেইমার এক সাংবাদিক সম্মেলনে বলেন, “শ্রদ্ধা রেখেই বলছি, আশা করছি তার (রদ্রিগেস) সময় এখন শেষ হবে।”
এদিকে ফরতালেজায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া। এই ম্যাচের আগে ব্রাজিল বিশ্বকাপের ৪ ম্যাচে ৫ গোল করা কলম্বিয়ার ফরোয়ার্ড রদ্রিগেসকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অন্যদিকে নেইমারও ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ সমূহে দলের জয়ে বিশেষ ভূমিকা রেখেছেন।
ব্রাজিলের স্বপ্ন-দৌড় থামিয়ে রদ্রিগেস কলম্বিয়াকে শেষ চারে তুলে দিতে পারেন বলেও মনে করেন অনেকে। তবে নেইমার সহ অনেকেই আবার বলছেন ব্রাজিলের টিম স্পিরিট এবং সত্যিকারের জ্বলে উঠার দিনে কলোম্বিয়া তেমন পাত্তা পাবেনা।
এর আগে চিলির বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে জয় পায় ব্রাজিল। এই ম্যাচের পর ফেভারিট ব্রাজিলের খেলা নিয়ে বেশ সমালোচনা হয়। তবে নেইমার মনে করেন ফুটবল এখন আর আগের মতো নেই। বিশ্বকাপ খেলতে আসা দল সমূহ এখন কেউ কেউকে ছার দেয়না। সবাই নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে। তিনি বলেন, “সবসময় উৎসব, প্রদর্শনী বা ৪/৫ গোলের জয় হবে না। এখনকার দিনে ফুটবল সমানে সমান, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদি আমাদের এক গোলে জিততে হয়, তাহলে সেভাবেই জিতব। আমরা এখানে জিততেই এসেছি।”
উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে চিলির বিপক্ষে ঊরু ও হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। শঙ্কা ছিল, কোয়ার্টার-ফাইনালে তিনি নাও খেলতে পারেন। তবে এখন পুরোপুরি ‘ফিট’ ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা।