দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের কাছে ২-০ গোলে হারার ম্যাচের একমাত্র সদস্য ক্লোসা এবারও জার্মান দলে আছেন। অন্য দিকে ব্রাজিলের সেই দলের কোচ এই দলের কোচ হিসেবে আছেন। ফলে ব্রাজিল বনাম জার্মানির সেমিফাইনাল লড়াইটা অনেকটা এই দুইজনের লড়াই বলাই চলে।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
বর্তমান বিশ্বের সেরা ফুটবল মস্তিষ্কের কোচ স্কোলারি এবারও জার্মানদের সঙ্গে লড়াইয়ে থাকছেন ডাগ-আউটে। আর এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে হারার যন্ত্রণা লাঘবের পাশাপাশি প্রতিশোধের মোক্ষম সুযোগটি এবার পাচ্ছেন রোনালদোকে ছাপিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা ক্লোসা।
ফলে, মঙ্গলবার রাত ২টায় বেলো হরিজোন্তে স্টেডিয়ামে ব্রাজিল-জার্মানির সেমিফাইনালে মূল লড়াইটা হতে যাচ্ছে স্কোলারি আর ক্লোসা’র মধ্যে।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হারলেও দলটির সর্বনাশ করে দিয়েছেন কলম্বিয়ান ফুটবলার হুয়ান জুনিগো। ওই ডিফেন্ডারের হাঁটুর আঘাতে বিশ্বকাপে ইতি টানতে হয়েছে ব্রাজিলের আক্রমণভাগের ‘প্রাণ ভ্রোমরা’ ২২ বছর বয়সী নেইমারের। হলুদ কার্ডের জন্য সেমিফাইনাল খেলতে পারবেন না অধিনায়ক থিয়াগো সিলভাও।
ফলে স্কোলারি’র হাতে সুযোগ খুব কম। নেইমারের বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে উইলারকে, উইলার অবশ্য চেলসির এটাকিং মিডফিল্ডার।
এদিকে ব্রাজিলের ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমার ছাড়া ফিকে হয়ে আসলেও দলটির প্রেরণার মূল নাম শক্তপোক্ত কোচ প্রোফাইলের অধিকারী লুইস ফেলিপ স্কোলারি।
নেইমার-সিলভাবিহীন কার্যত ক্ষয়িষ্ণু শক্তির দলটির মঙ্গলবার রাতের সেমিফাইনালে ২০ কোটি ব্রাজিলিয়ানের মূল ভরসা এখন তিনিই। অভিজ্ঞতায় ভরপুর এ কোচ সব সময়ই নতুন নতুন কৌশল নিয়ে দলকে জিতিয়েছেন।
অন্যদিকে, ব্রাজিলের কাছে বিশ্বকাপ খোয়ানোর তিক্ত অভিজ্ঞতা থেকেই প্রতিশোধ নিতে মাঠে নামবেন ইউরোপের ‘দৈত্য’ দেশ জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার সামনে এখন নতুন ইতিহাস গড়ার হাতছানি। চলতি বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করে স্পর্শ করেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ রোনালদোকে।
সেই ব্রাজিলের বিপক্ষেই মঙ্গলবার রাতে তিনি আরেকটি মাত্র গোল করলেই নিজেকে নিয়ে যাবেন অন্যরকম এক উচ্চতায়। হয়ে উঠবেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন কাণ্ডারি।
এখন দেখার বিষয় হচ্ছে কে জিতে? ব্রাজিলের বর্ষীয়ান থিঙ্ক টেঙ্ক স্কোলারি নাকি জার্মানির গোল মেশিন ক্লোসা? মাঠেই তার প্রমান পাওয়া যাবে, তবে কেউই যে বিন্দু মাত্র ছাড় দিবেন না তা বলার আর অপেক্ষা রাখেনা। তাই ব্রাজিল বনাম জার্মানি লড়াইটা হবে স্কোলারি-ক্লোসা’র!
This post was last modified on জুলাই ৮, ২০১৪ 10:15 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…