দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৪ আসরের সেমিফাইনালের প্রথম ম্যাচে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে জার্মানি ফাইনালে চলে গেলো। ৭ গোল দিয়ে এগিয়ে থাকা জার্মানিকে ৯০ মিনিটের মাথায় মাত্র ১টি গোল করে ব্রাজিল।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে ঠেকেছে। দুটি সেমিফাইনালের আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জার্মানি। স্বাগতিক দল হিসেবে স্টেডিয়ামে দর্শকদের তুমুল হর্ষধ্বনি ও সমর্থন নিয়ে অত্যন্ত মনোবল নিয়ে খেলবে ব্রাজিল এটিই স্বাভাবিক। কিন্তু এই সময়ের বিশ্বখ্যাত খেলোয়াড় নেইমারের ইনজুরির কারণে মাঠে উপস্থিত না হওয়া ব্রাজিল ভক্তদের যেমন আশাহত করেছে, তেমনি বেশ টেনশনের মধ্যে পড়েছে ব্রাজিলের খেলোয়াড়রা। একটি বড় শক্তিকে হারিয়ে আজকের ম্যাচে ব্রাজিল কতখানি কি করতে পারবে সেটিই দেখার বিষয়। তবে নেইমার উপস্থিত না থাকলে সতীর্থ খেলোয়াড় সহকর্মীদের পূর্ণ মনোবলে ফাইনালে গিয়ে কাপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এখন সময়ই বলে দেবে সহকর্মী খেলোয়াড়রা তাদের সবকর্মী নেইমারের উপদেশকে কাজে লাগিয়ে ব্রাজিলকে ফাইনালে নিয়ে যেতে কতখানি কি করতে পারেন।
অপরদিকে এবারের বিশ্বকাপে অপর এক ফেভারিট দল হিসেবে ইতিমধ্যেই ব্যাপক খ্যাতি পেয়েছেন জার্মানি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি চাইবে তাদের অতিত ঐতিহ্য ধরে রাখতে। তাছাড়া পরিচ্ছন্ন খেলার জন্য জার্মানির প্রতি রয়েছে নিরপেক্ষ দর্শকদের ব্যাপক সমর্থন। এখন দেখা যাক কি হয়। সময়ই বলে দেবে এই দুটি দলের মধ্যে কে যাচ্ছে ফাইনালে ব্রাজিল নাকি জার্মানি?
ব্রাজিল:
নিকনেম: সেলেকাও
কোচ: লুইস ফিলিপ স্কলারি
অধিনায়ক: থিয়াগো সিলভা
সম্ভাব্য খেলোয়াড়
জুলিও সিজার, থিয়াগো সিলভা, মার্সেলো, পাউলিনহো, হাল্ক, লুইস গুস্তাভো, দানি আলভেজ, ডেভিড লুইস, অস্কার ও ফ্রেড।
জার্মানি:
নিকনেম: দ্য ইগলস
অধিনায়ক: ফিলিপ লাম
কোচ: জোয়াকিম লো
সম্ভাব্য খেলোয়াড়
ম্যানুয়েল ন্যয়ার, ফিলিপ লাম, পের মের্টেসাকার, জেরম বুয়েটাং, মার্সেল স্মেলৎজার, টমাস মুলার, শোয়েনস্টেইগার, টোনি ক্রুস, মেসুত ওজিল, মার্কো রয়েস, মিরোসøাভ কোসা।