The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের একটা রৌপ্য ও একটা ব্রোঞ্জপদক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দলের সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ শফিউল্লাহ রৌপ্যপদক ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদিব হাসান ব্রোঞ্জপদক অর্জন করেছে।


ed10843626e786e613a2ba148d7d75f8-IMO

নূর মোহাম্মদ শফিউল্লাহ ও আদিব হাসান ছাড়াও ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে আরো অংশ নেয়, রাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আখতার ওরফে তূর্য, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আসিফ-ই-এলাহী, ময়মনসিংহ জিলা স্কুলের মো. সানজিদ আনোয়ার ও রাজশাহী কলেজের মুতাসিম ওরফে মিম। এরা সবাই পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।

অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে বাংলাদেশ দলের স্কোর লাইন ছিলো বাংলাদেশের জন্য রেকর্ড! বাংলাদেশ দলের নূর মোহাম্মদ শফিউল্লাহ ২২ নম্বর, আদিব হাসান ১৬, সানজিদ আনোয়ার ১৪, আসিফ-ই-এলাহী ১৪, সাজিদ আখতার ১০ ও মুতাসিম ৮ নম্বর পেয়েছে। বাংলাদেশের মোট ৮৪ নম্বর। এটিই এখন পর্যন্ত বাংলাদেশ দলের দলীয় সর্বোচ্চ নম্বর।

বাংলাদেশের এই ফলাফল সম্পর্কে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দলের সবাইকে শুভেচ্ছা। এবার আমরা দলীয়ভাবে আইএমওতে ১০ বছরের সবচেয়ে ভালো ফলাফল করেছি। রৌপ্য পদকটা আমাদের প্রত্যাশিত ছিল। দলের নতুন সদস্যরা ভালো করেছে। আশা করি, তারা সামনে আরও ভালো করবে।’

এদিকে বাংলাদেশে দলের দলনেতা ও কোচ মাহবুব মজুমদার দলের ফলাফলে খুশি হলেও সম্পূর্ণ সন্তুষ্ট নন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আরও ভালো করার সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রমের অভাবে তাদের ফল ভালো হচ্ছে না।’ তিনি ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও নিষ্ঠার সঙ্গে অনুশীলন করবে বলে আশা প্রকাশ করেছেন।

দেখে নেয়া যাক এবারের অলিম্পিয়াডে শীর্ষস্থানে যারা আছে-

১০১টি দেশের মধ্যে মোট ২০১ পয়েন্ট পেয়ে দলগুলোর মধ্যে শীর্ষস্থানে বজায় রেখেছে চীন। চীনের শিক্ষার্থীরা পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক পেয়েছে। ১৯৩ ও ১৯২ নম্বর পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১০ নম্বর নিয়ে তালিকার ৩৯তম স্থানে, বাংলাদেশ ৮৪ পয়েন্ট পেয়ে ৫২তম স্থান, শ্রীলঙ্কা ৮২ নম্বর নিয়ে ৫৪ এবং পাকিস্তান ৫০ নম্বর পেয়ে ৭৫তম স্থানে রয়েছে। তিনজন প্রতিযোগী সম্ভাব্য ৪২ নম্বরের মধ্যে ৪২ পেয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। তারা হলো অস্ট্রেলিয়ার আলেকজান্ডার গানিং, চীনের ঝিয়াং গাও এবং তাইওয়ানের পো শেং উ।

উল্লেখ্য, এবারের গণিত অলিম্পিয়াডে ১০১টি দেশের ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছেলে শিক্ষার্থী ৫০৪ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫৬ জন। মোট স্বর্ণপদক পেয়েছে ৪৯ জন, রৌপ্যপদক পেয়েছে ১১৩ জন ও ব্রোঞ্জপদক পেয়েছে ১৩৩ জন। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ১৫১ জন। আইএমওতে মোট ৪২ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali