দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিওনেল মেসি আবার মাঠে বমি করেছেন, বিশ্বকাপের ফাইনালে জার্মানির সাথে ম্যাচে মেসিকে মাঠেই বমি করতে দেখা গেছে। এর আগেও মেসি ক্লাব ফুটবলে বিভিন্ন সময় বমি করেছেন।
মেসির মাঠে বমি করা নিয়ে সবার মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। ক্লাবের হয়ে খেলার সময় বেশ কয়েকবার বমি করেছেন লিওনেল মেসি। বিষয়টি নিয়ে ডাক্তারের শরনাপন্ন হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।
রোববার বিশ্বকাপের ফাইনালে জার্মানির মুখোমুখি হয় আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধেই মেসিকে বমি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের চাপের কারণেই বমি করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষেও তাকে বেশ বিষন্ন ও অসুস্থ মনে হয়েছে।
বর্তমান সময়ে যে কজন বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন, যাঁরা চোটাঘাত কিংবা অসুস্থ হন কমই, নিঃসন্দেহে লিওনেল মেসি তাঁদের মধ্যে একজন। কিন্তু কী যে হলো, আর্জেন্টাইন এই বার্সা ফরোয়ার্ড মাঝেমধ্যেই মাঠে কিংবা মাঠের বাইরে বমি করে বসেন। লা লিগায় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে টানেলেই করলেন বমি। কেন এমনটা ঘটছে, এর সমাধান দিতে ব্যর্থ হয়েছেন ডাক্তারাও।
এদিকে মেসির বমি করার বিষয়ে কোচ সাবেলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি বিষয়টি নিয়ে চিন্তিত। তিনি বলেন, “পেশাদার ফুটবলে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ সামান্যই। বিরামহীন এ ব্যস্ত সূচির নেতিবাচক প্রভাব পড়ে খেলোয়াড়দের শরীরেও।”