The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

প্রিভিউ: ওকে মোবাইল Jupiter Z7 লোভনীয় মোবাইল বাজারে আসছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সম্পূর্ণ বাংলাদেশে তৈরি হওয়া ওকে মোবাইলের আপ কামিং স্মার্টফোন মডেল Jupiter Z7 বাজারে আসার আগেই দারুন সাড়া ফেলে দিয়েছে। কারণ প্রস্তাবিত কনফিগারেশান অত্যন্ত লোভনীয়!


port1_result

সম্প্রতি বাংলাদেশের বাজারে দেশী মোবাইল আনার ঘোষণা দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছে ওকে মোবাইলসরকারী প্রতিষ্ঠান টেশিস-এর সাথে যুক্ত হয়ে দেশেই মোবাইল প্রস্তুতির কাজ করবে বলে জানিয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে কয়েকটি মডেলের হ্যান্ডসেটের ফিচার তুলে ধরা হয়েছে। দেশীয় ব্রেন্ড এবং দেশেই এসেম্বলিং হওয়াতে ওকে মোবাইলের ফোনসমূহের বিষয়ে সবার মাঝে একটি বিশেষ আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন, অন্য ফোনসমূহ থেকে ওকে মোবাইলের ফোনের দাম অনেক কম হবে। ফলে গ্রাহকদের সামর্থ্যর মাঝে সাশ্রয়ী মূল্য এবং হাই কনফিগারেশানের ফোন দিবে ওকে!

ওকে তাদের ওয়েব সাইটে Jupiter Z7 এর বিষয়ে জানিয়েছেন বিভিন্ন তথ্য। তো চলুন দেখা নেয়া যাক এই মোবাইলে কি কি থাকছে-

প্রসেসরঃ এতে থাকছে অক্টা কোর ১.৭ গিগাহার্জ প্রসেসর। ফলে ফোনটি বেশ দ্রুতগতিসম্পন্ন হবে তাতে কোন সন্দেহ নেই।

ডিসপ্লেঃ থার্ড জেনারেশন কর্নিং গ্লাস যুক্ত ৫ ইঞ্চি হাই ডেফিনেশন আইপিএস ডিসপ্লে।

অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট

ক্যামেরাঃ Sony IMX135 CMOS সেন্সরযুক্ত ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা যাতে থাকছে BSI এবং OVT সেন্সর।

র‍্যামঃ বাজারে থাকা অন্য সব স্মার্টফোন থেকে এদিক দিয়ে বেশ এগিয়ে রইলো এই স্মার্টফোনটি। কারণ এতে থাকছে ২ গিগাবাইট র‍্যাম। ফলে গেমিং কিংবা অন্যান্য কাজ করে পাওয়া যাবে অসাধারণ পারফর্মেন্স।

স্টোরেজঃ ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।

কানেক্টিভিটিঃ ডুয়েল সিম ব্যবহারের সুবিধা থাকছে এতে। এছাড়া ওয়াই ফাই, ওটিজি ক্যাবল এবং অন্যান্য সাধারণ ফিচার ব্যবহারের সুবিধাতো থাকছেই। বাড়তি সুবিধা হিসেবে এতে রাখা হয়েছে ওয়ারলেস ডিসপ্লে ব্যবহারের সুবিধা।

সেন্সরঃ জি/পি/এল সেন্সর, Accelerometer, Gyroscope, ম্যাগনেটোমিটার, এমবিয়েন্ট লাইট সেন্সর, স্মার্ট জেসচার।

ব্যাটারিঃ ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

উপরের সব সুবিধা নিয়ে Jupiter Z7 বাজারে এলেই যে অন্যান্য সব স্মার্টফোনের থেকে নিজেকে আলাদা একটি অবস্থানে ধরে রাখতে পারবে তার কোন সন্দেহ নেই। তবে এখন যেহেতু দাম ঘোষণা করা হয়নি তাই সবার আগ্রহ এই সেটের মূল্য কেমন হয় তার দিকেই!

ধন্যবাদান্তে- ওকে মোবাইল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali