দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোয়াটসঅ্যাপ এখন তুমুল জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এর জনপ্রিয়তায় টেলিকম অপারেটররা নিজেদের লস হচ্ছে বলে মনে করেছেন এবং দাবি করেছেন নির্দিষ্ট ক্ষতিপূরণের!
ভারতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলো। ফলে টেলিকম অপারেটররা এতে নিজেদের লস হচ্ছে বলে দাবি তুলেছেন। টেলিকম অপারেটরদের সাথে এক মত ভারতের মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রক সংস্থাও! হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলো থেকে অর্থ আদায় করার পরিকল্পনা করছে টিআরএআই। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
এদিকে প্রযুক্তি বিশ্লেষরা বলছেন, এমন যদি হয় তবে তা অবশ্যই প্রযুক্তি উদ্যোক্তাদের উদ্যোগে বাধা হবে। তারা বলছেন, পাবলিক মোবাইল অপারেটরদের নির্দিষ্ট টাকা দিয়েই ডাটা কিনে সেখান থেকেই হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন, ওই সব ডাটা কেনার সময় সরকারও নির্দিষ্ট ভ্যাট পাচ্ছে, তবে কেনো আবার ভ্যাট নেয়ার চিন্তা? কিংবা ক্ষতিপূরণ? এমন যদি হয় তবে তা হবে চরম অনিয়ম। মোবাইল অপারেটররা বাড়তি টাকা নিলে পাবলিক তা ব্যবহার করবেই বা কেনো?
আবার অনেকেই বলছেন, আজকের আধুনিক ৩জি, ২জি আসার ফলে মানুষের ল্যান্ডফোন ব্যবহার কমেছে তাই বলে কি মোবাইল ফোন অপারেটররা ল্যান্ডফোন কোম্পানিদের ক্ষতিপূরণ দিয়েছে?
এটা ঠিক হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলো আসার কারণে মোবাইল ফোন কোম্পানিদের এক চেটিয়া ব্যবসায় অনেকটা প্রভাব ফেলেছে, এতে লাভবান হচ্ছে গ্রাহকরা। তবে মোবাইল ফোন অপারেটররা এখনো ডাটা পেকেজ হিসেবে পর্যাপ্ত লাভের চেয়ে বেশিই অর্থ দায় করছে বলে অভিযোগ আছে।