দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা বিশ্বজুড়ে ইবোলা ভাইরাস নিয়ে এক মহা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবার ইবোলা ভাইরাসে মারা গেলো এক ডাক্তার। মরণব্যাধি ইবোলা ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক প্রতিষেধক ‘জেডএমঅ্যাপ’ সেবনকারী লাইবেরিয়ার এক চিকিৎসকের মৃত্যু ঘটেছে।
ওই চিকিৎসক ড. আব্রাহাম বরবর মরণব্যাধি ইবোলা ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক প্রতিষেধক ‘জেডএমঅ্যাপ’ সেবন করেছিলেন। এটি সেবনের পর তার মৃত্যু হয়েছে। ওই চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী লুইস ব্রাউন।
চিকিৎসক আব্রাহাম লাইবেরিয়ার খ্যাতিমান হাসপাতালটির উপ-প্রধান ছিলেন। একজন আফ্রিকান হিসেবে তিনিই প্রথম এই ইবোলা ভাইরাস প্রতিরোধী ‘জেডএমঅ্যাপ’ প্রতিষেধক নিয়েছিলেন।
ওই চিকিৎসক ছাড়াও অপর ৫ ব্যক্তি এই প্রতিষেধক গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৩ জন লাইবেরিয়ার, ২ জন মার্কিন যুক্তরাষ্ট্রের ও ১ জন স্পেনের নাগরিক।
প্রতিষেধক নেওয়া যুক্তরাষ্ট্রের ২ নাগরিক এখনও বেঁচে আছেন। তবে প্রতিষেধক নেওয়া পেশায় যাজক একমাত্র স্পেনের নাগরিক ইতিমধ্যে মারা গেছেন। অপরদিকে বাকি দুই লাইবেরিয় নাগরিকের বিষয়ে এখনও কোনো তথ্য মেলেনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই ইবোলা ভাইরাসে পশ্চিম আফ্রিকায় আক্রান্ত হয়ে এক হাজার ৪শ’ জন নিহত হয়েছে। সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সব দেশই বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিভাগ সমূহে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।