দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদের এখনও একমাস কয়েকদিন বাকি রয়েছে। তবুও ঈদের ছবি মুক্তি নিয়ে চলচ্চিত্রপাড়া এখন চরম ব্যস্ত। আসছে কোরবানির ঈদে ‘স্টোরি অব সামারা’ বাংলা কাঁপাবে এমনটি জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।
আসছে কোরবানির ঈদে মুক্তি দেওয়ার জন্য কল্পবিজ্ঞান নির্ভর চলচ্চিত্র ‘স্টোরি অব সামারা’র পুরো কজা সম্পন্ন করা হয়েছে। এসব তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক রিকিয়া মাসুদো।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামী কোরবানির ঈদে ‘স্টোরি অব সামারা’ ছবিটি সারাদেশে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের আগস্টে শুরু হওয়া ‘স্টোরি অব সামারা’র কাজ শেষ হয়েছে। এখন শুধুই মুক্তির অপেক্ষা। ঢাকা, কক্সবাজার এবং রাঙামাটির বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হয় । ‘স্টোরি অব সামারা’ ছবিটিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলি খান, আমান খান, শিমুল খান, এটিএম শামসুজ্জামান, কাবিলা প্রমুখ।
ছবিরি পরিচালক জানান, বর্তমান প্রজন্মের দর্শকদের জন্য নির্মিত হয়েছে ‘স্টোরি অব সামারা’ ছবিটি। বাংলাদেশের বর্তমান প্রজন্ম এই ছবিটিকে ধরে রাখবে এটিই আমার বিশ্বাস।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। এ ট্রেলারটি ইউটিউবে ছাড়া হয়। জানা গেছে, ইতিমধ্যে এ ট্রেলারে হিটও হয়েছে।
ভিডিও ট্রেলার দেখুন
http://www.youtube.com/watch?v=OuCmS9jyWNA