The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ছাদ থেকে পড়ে আরব আমিরাতে ২ বাংলাদেশীর মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছাদ থেকে পড়ে আরব আমিরাতে ২ বাংলাদেশীর মৃত্যু ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

Arab Emirates

গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে ২ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার কিং ফয়সাল রোডে এই ঘটনা ঘটে। ৪০ বছর বয়ষ্ক একজন ঘটনাস্থলেই মারা যায়। পরে মৃত্যুদেহ প্রথমে কুয়েতি হাসপাতাল ও পরে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। অন্যজনকে আহত অবস্থায় আল কাসেমি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে আল বুহাইরাহ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এ ধরনের ঘটনা এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির মালিকদের প্রতি বারংবার আহ্‌বান জানিয়ে আসছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...