দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞান আর প্রযুক্তিতে হয়তো মানুষ অনেক এগিয়ে গিয়েছে কিন্তু আজ এই বড় প্রযুক্তির যুগেও আমাদের পক্ষে আরেকটি পিরামিড কিংবা আরেকটি তাজমহল বানানো সম্ভব নয়। মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা থাকবেই আর এই সীমাবদ্ধতা মানুষ সব সময় জয় করে এসেছে প্রকৃতির সাথে মেলবন্ধনের মাধ্যমে। কেননা আদিমকাল থেকেই মানুষ জানতো প্রকৃতির বিশালত্বের কাছে আমরা কিছুই না।
এখানে এমন কিছু ছবি তুলে ধরা হলো যে ছবিগুলো আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিবে প্রকৃতির বিশালত্বের কথা। তার পাশাপাশি আপনাকে এও দেখাবে যে, আমাদের পৃথিবীটা কত সুন্দর হতে পারে। ফটোগ্রাফিক দৃষ্টিতে এই ছবিগুলো হলো প্রাসপেক্টিভ। প্রাসপেক্টিভ মানে হলো প্রকৃতির আর মানুষের মেলবন্ধনের ছবি। এই ছবিগুলো তোলার ক্ষেত্রে চিত্রকররা আগে থেকেই প্রস্তুত ছিলেন না। একেকটি ছবি একেক চিত্রকরের সামনে একেক সময়ে ধরা দিয়েছে।
জাপানিজ এই মেয়েটাকে দেখুন পেছনের প্রকৃতির বিশালত্ত্বের কাছে সে কেমন অসহায়
বনের এই গাছগুলোর পাশে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা এই যুবক কি বলতে পারবে তাকে কত ক্ষুদ্র দেখাচ্ছে
অবারিত সবুজ উপত্যকা আর বিশাল পাথরের ছাইয়ের মাঝে এই মেয়েটি কি বলছে হায়! আমি কত অসহায়
বিশ্বাস করুন আর নাই করুন এই ঢেউ তোলা জমিটি একটি ফসলের মাঠ
পাথরের গায়ে শ্যাওলা জমে তৈরি হয়েছে এই বিশালত্ব
তুষার জমা পাহাড়ের বুকে আছড়ে পড়া পানির স্রোত। ঝর্ণা, একজন মানুষ ও একটি কুকুর।
সাগরের এই বিশাল ঢেউগুলোকে কি পারবে পাড়ি দিতে এই মানুষটি
অসাধারণ এই গভীর নীল। সৌন্দর্যের পাশাপাশি বুকে তৈরি করে এক হাহাকার
পাহাড়ের বুকে হাইকিং করতে করতে এর বিশালতা দেখে মুগ্ধ
গ্যালারিতে আরো দেখুন কি বিশাল সৌন্দর্য আমাদের পৃথিবীঃ
তথ্যসূত্রঃ বোরপান্ডা