The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ব্যাংকের ॥ ছেঁড়া নোটে না বলা যাবে না

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশ ব্যাংকের টনক নড়েছে। ছেঁড়া নোট নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছেঁড়া-ফাটা ও ত্রুটিপূর্ণ নোট গ্রহণ করতে অবশ্যই ব্যাংকগুলোকে নিতে হবে। বদলে ভালো নোট তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে হবে। খবর অনলাইন পত্রিকা সূত্রের।
ছেঁড়া নোটে-03
নোট গ্রহণে অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে এবং প্রয়োজনে নির্বাহীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ছেঁড়া-ফাটা ও ত্রুটিপূর্ণ নোটের ব্যাপারে জনসাধারণকে সার্বিকভাবে অবহিত করতে হবে। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের প্রতি শাখায় দৃষ্টি জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয়, এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ মর্মে একটি নোটিশ স্থাপন করতে হবে। নোটিশে উল্লেখ থাকবে- ময়লা অথচ অবিকৃত নোটের বিনিময়মূল্য জমা গ্রহণকালেই পরিশোধ করা হবে। ছেঁড়া নোটের কোনো অংশ যদি না থাকে এবং বিদ্যমান অংশ যদি ৯০ শতাংশের বেশি হয়, এ ধরনের নোটের ক্ষেত্রেও সম্পূর্ণ বিনিময়মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদান করা হবে। কোনো নোট যদি দুইয়ের অধিক খণ্ডে খণ্ডিত না হয় এবং নোটের সম্পূর্ণ অংশ যদি বিদ্যমান থাকে, তাহলে ওই নোটের ক্ষেত্রে সম্পূর্ণ বিনিময়মূল্য প্রদান করা হবে। বেশি ছেঁড়া-ফাটা, জীর্ণ, আগুনে পোড়া বা ঝলসানো বা ডাম্প (অপরিচ্ছন্ন) অংশ ৯০ শতাংশ বা এর চেয়ে কম রয়েছে এমন নোটের বিনিময়মূল্য কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়ার পর প্রদান করা হবে। মূল্য সংগ্রহের জন্য এসব নোট বাংলাদেশ ব্যাংকে প্রেরণের মাশুল নোট জমাদানকারী থেকে আদায় করা হবে। জালনোট এবং একাধিক নোটের বিভিন্ন অংশ সংযোজন করে নোট উপস্থাপনকারীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করা হবে। নোটিশের ঘোষণা অনুযায়ী স্বল্প ছেঁড়া-ফাটা ও ময়লা নোটের সম্পূর্ণ বিনিময়মূল্য প্রদানে ব্যাংক শাখা যে ব্যবস্থা অনুসরণ করবে, তা হলো- ব্যাংক শাখার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা (রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই মর্যাদার দিক থেকে সমমান মর্যাদার হতে হবে) নিশ্চিত হবেন যে উপস্থাপিত নোটটিতে সম্পূর্ণ নোটের ৯০ শতাংশেরও বেশি অংশ বিদ্যমান এবং আসল নোট হিসেবে শনাক্ত হওয়ার মতো পর্যাপ্ত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। উপস্থাপিত নোটটি দুইয়ের অধিক খণ্ডে খণ্ডিত নয় এবং খণ্ড দুটি একই নোটের অংশ। এসব ক্ষেত্রে জমাগ্রহণকালে নোটের বিচ্ছিন্ন খণ্ড দুটো এক পিঠে যথাসম্ভব সরু আকারের হালকা কাগজ দিয়ে এমনভাবে জোড়া লাগাতে হবে যাতে আসল নোট হিসেবে শনাক্তকরণের জন্য নোটটি পরীক্ষা করতে অসুবিধা না হয়। দুই খণ্ডে বিচ্ছিন্ন হয়নি অথচ পরীক্ষাকালে নড়াচাড়ায় বিচ্ছিন্ন হতে পারে, এমন জীর্ণ নোটেরও এক পিঠে অনুরূপভাবে যথাসম্ভব সরু আকারের হালকা কাগজ দিয়ে আবদ্ধ করতে হবে। অল্প ছেঁড়া-ফাটা নোট ও ময়লা নোটের বিনিময়মূল্য প্রদান করে গৃহীত এসব নোট বাংলাদেশ ব্যাংকে বা সোনালী ব্যাংকের চেস্ট শাখায় জমা দেওয়ার সময় পুনঃপ্রচলনযোগ্য নোটের সঙ্গে না মিশিয়ে পৃথকভাবে পাঠাতে হবে।

আরও বলা হয়েছে, জমা গ্রহণকালে সরাসরি কাউন্টারের মাধ্যমে বিনিময়মূল্য প্রদানযোগ্য নোট ছাড়া অন্য নোটের ক্ষেত্রে যে ব্যবস্থা অনুসরণ করতে হবে, তা হলো- নোটের মূল্যমান, সিরিজ, নম্বর, জমাদানকারীর নাম ও পূর্ণ ঠিকানাসংবলিত আবেদনপত্রের সঙ্গে ব্যাংক শাখা নোটটি গ্রহণ করবে। নোটের কোনো অংশ না থাকলে সেখানে কোনো কাগজ লাগানো যাবে না। জমাদানকারীর আবেদনপত্রসহ গৃহীত নোট শাখার ফরওয়ার্ডিং পত্রের মাধ্যমে সরাসরি বাংলাদেশ ব্যাংকের নিকটতম কার্যালয়ের মহাব্যবস্থাপক বরাবর পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয়ের প্রাপ্তির ৮ সপ্তাহের মধ্যে নোট রিফান্ড রেগুলেশন্সের আওতায় নোটটির মূল্য প্রদানের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং মূল্য প্রদানযোগ্য হলে সংশিস্নষ্ট ব্যাংকের হিসাবে মূল্য প্রদান করা হবে। জালনোট বা একাধিক নোটের বিভিন্ন অংশ একত্র করে প্রস্তুতকৃত নোটের উপস্থাপনকারীকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার সময় বাংলাদেশ ব্যাংকের নিকটতম কার্যালয়কেও অবহিত করতে হবে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি দি ঢাকা টাইমস্‌-এ ‘বাতিল নোট বদলের নিয়ম থাকলেও তফসিলি ব্যাংক তা মানছে না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali