দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ, কখন কোথায় আগুন লাগবে তা কেউই আগে থেকে নিশ্চিত থাকেন না। ছাড়া আমাদের দেশে আগুন লাগলেও দুর্গত এলাকায় ফায়ার সার্ভিস পৌছাতে নানান ঝামেলায় পড়েন। এবার দেশের বিজ্ঞানীরা তৈরি করলেন আগুন নেভাতে সক্ষম এমন রোবট।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থী সম্পূর্ণ দেশী প্রক্রিয়াতে তৈরি করেছেন আগুন নেভাতে পারবে এমন রোবট। এই রোবট আগুনের তীব্রতাকে অনেক টাই কমিয়ে আনতে সক্ষম খুব কম সময়ের মাঝে। এই রোবটে রয়েছে কার্বনডাই অক্সাইড স্পে করার বিশেষ ধরণের স্পে। ফলে এই রোবট ক্লাস বি ধরণের আগুন নেভাতে পারদর্শী।
উদ্ভাবকরা বলছেন এই রোবট রিমোটে নিয়ন্ত্রণ করা হবে ফলে এর মাধ্যমে আগুন নেভাতে মানুষের জীবনের ঝুঁকির আশঙ্কা নেই। রোবট দ্রুত আগুনের খুব কাজে থেকে আগুন নেভাতে সক্ষম হবে।
রোবটটি তৈরি করেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রোকনুজ্জামানের তত্ত্বাবধানে যন্ত্রকৌশল চতুর্থ বর্ষের সৌরভ সরকার, মুস্তফা মুহিবুল্লাহ শোভন এবং তড়িৎকৌশল চতুর্থ বর্ষের মোঃ শরীফ আহমেদ।
উদ্ভাবকরা আরো বলেন রোবটটি আমরা আধুনিক হিসেবে তৈরি করতে এতে আরো অত্যাধুনিক সব যন্ত্র বসাতে যাচ্ছি, এতে বিশেষ ধরণের সিসি ক্যামেরা, বিশেষ বাহু এবং সিঁড়ি বেয়ে উঠে যাওয়ার জন্য আলাদা বিশেষায়িত চাকা ব্যবহার করা হবে।