দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাস্তা ভাঙ্গা থাকা কিংবা খানা খদ্দে ভরা রাস্তা আমাদের দেশে একটি সাধারণ বিষয়। তবে আপনি জানলে অবাক হবেন, উন্নত দেশেও রাস্তা ভাঙ্গা থাকে যদিও ভাঙ্গা অংশ খুবি সামান্য তাও কিছু মানুষ ওই ভাঙ্গা অংশ নিয়েই রসাত্মক প্রতিবাদে নেমে পড়েছেন।
Lithuanian roads নামের এই রাস্তা মূলত Trans-European Network. (2006) এর আওতায় তৈরি হওয়া রাস্তা, তবে বর্তমানে এই রাস্তার কিছু অংশে সামান্য খানা খদ্দ দেখা যাচ্ছে। আর এই ভাঙ্গন কিছুতেই মেনে নিতে পারছেনা এক দল মানুষ। তাঁরা একে ধরে নিয়েছেন ভয়াবহ বিপর্যয় এবং কর্তৃপক্ষের দৃষ্টি ভাঙ্গা রাস্তায় ফেরাতেই আয়োজন করেন বেতিক্রমি কিছু ফটোশুটের।
চলুন একে একে দেখে নিই সেই সব ছবিঃ
উপরের ছবিতে তাঁরা ভাঙ্গা রাস্তাকে আয়না বানিয়ে সকালের দাঁত ব্রাশ করছেন।
এই ভদ্রলোক মাছ ধরার চেষ্টা করছেন।
এই দুই নারী দাঁত ব্রাশ করছেন তো আবার রাস্তায় বসে।
প্রতিকি হাঁস ছাড়া হয়েছে ভাঙ্গা রাস্তায় জমা পানিতে।
তাঁরা ভাঙ্গা রাস্তায় বসে ঘরের কাজ করছেন। এই ছবি দিয়ে বুঝানো হয়েছে প্রাচীন যুগের কিছু সময়ের কথা।
উপরের ছবিতে ভাঙ্গা রাস্তায় চলতে গিয়ে সাইকেল এর বারটা বাজছে তাই বুঝানো হয়েছে।
এখানে একজন রেস্কিউ অফিসার কিছু একটা করছেন।
এই দম্পতি তো ভাঙ্গা রাস্তায় বসে এমন ভাব নিচ্ছেন মনে হচ্ছে তাঁরা বিশাল নদীর তিরে বসে অবকাশ যাপন করছেন।
এই ভদ্রলোক গুহায় নামার ভাব করছেন।
ইনি তো নদীতে ঝাপ দিচ্ছেন!
এরা সবাই পুলে ঝাপ দেয়ার ভঙ্গি দেখাচ্ছেন।
এখানে বড় মাছ ছোটো মাছ শিকারের চেষ্টা করছে তাই বুঝানো হয়েছে।