দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মঙ্গল হলো আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী। এটা আমাদের এতই নিকটে যে, রূপক অর্থে হয়তো কোন একদিন আমরা সন্ধ্যার কফি খেতে চলে যাব মঙ্গলের কফিশপে। নাসা বলছে মঙ্গল হলো একটি অতি আকর্ষণীয় গ্রহ। চলুন দেখে নেওয়া যাক নাসার দৃষ্টিতে মঙ্গলের অপরূপতা।
বিগত কয়েক বছর যাবত নাসা মঙ্গল গ্রহ নিয়ে বেশ গবেষণা চালাচ্ছে কিন্তু এখনো মঙ্গলের অনেকটা বিজ্ঞানীদের কাছে অস্পষ্ট। আন্তঃনাক্ষত্রিক প্রতিবেশীর অনুসন্ধানে সারা দিন রাত নাসা কাজ করে যাচ্ছে এর ভেতরের প্রতিটি অংশ সম্পর্কে বিস্তারিত জানতে। মঙ্গলের বুকে বিচরণ করা রোবটগুলো ছাড়াও হাজার হাজার উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা তুলছে মঙ্গলের ছবি। নিচে সেই ছবিগুলো থেকে কিছু ছবি তুলে ধরা হলো।
১. দি গেইল ক্রেটার বা প্রবল বাতাসের আগ্নেয়গিরি
২. পানির অবিরাম প্রবাহ যা হারিয়ে গিয়েছে
৩. দম বন্ধ করা ভয়ংকর সৌন্দর্য
৪. বরফের তৈরি আগ্নেয়গিরির জ্বালামুখ
৫. এই অবিরাম নীলের মাঝেও আকাশ কেন নীল নয়
৬. এ যেন পৃথিবীর একটি প্রান্তর
৭. মঙ্গলেও মরুভুমি
৮. এটি হলো মঙ্গল গ্রহের দক্ষিণ মেরু
৯. খনিজ সম্পদের মঙ্গল গ্রহ
১০. দিগন্তে অস্তমিত সূর্যের আলো
তথ্যসূত্রঃ ভাইরালনোভা