দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুকুর মনিব ভক্ত হয় এটি অবশ্য চিরসত্য একটি বিষয়। সেই অকাট্য সত্যটি আবারও প্রমাণ করলো এক মনিব ভক্ত কুকুর। এক মৃতের মাথার খুলি মনিবের সামনে হাজির করলো মনিব ভক্ত এক কুকুর।
আমারা জানি, যে কোন হারিয়ে যাওয়া বস্তু খুঁজে এনে দিতে ল্যাব্রাডর প্রজাতির কুকুর বা যাকে বলা হয় সারমেয়। এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন এলাকায়। কার্লি নামের এ কুকুরটিও সেরকম একটি ঘটনা ঘটিয়েছেন। মনিবের বাড়ির উঠানে কার্লি হঠাৎ করেই কোথা থেকে যেনো হাজির করলো একটা মৃত মানুষের মাথার খুলি! পরে পুলিশকে খবর দিলেন ওই ব্যক্তি। মৃত ব্যক্তির শরীরের আরও হাড় খুঁজে পাওয়ার জন্য পুলিশ তল্লাশি শুরু করে দিলো।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যে এলাকা থেকে মৃত মানুষের মাথার খুলি খুঁজে এনেছে কুকুরটি, সেখানে প্রশিক্ষিত বেশ কয়েকটি কুকুরের সাহায্যে লাশের বাকি অংশের হাড় খোঁজা শুরু করেছে পুলিশ। পুলিশের ধারণা খুলি থাকলে বাকি হাড়ও পাওয়া যাবে। এখন ওই খুলিটি পরীক্ষা করে দেখছে পুলিশ। বিভিন্ন মৃতের দাঁতের নমুনা মিলিয়েও দেখা হচ্ছে। পুলিশের নথিপত্রে যেসব নিখোঁজ ব্যক্তিদের নমুনা রয়েছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে মৃতের দাঁতের নমুনা। শেষ পর্যন্ত কি হয় তা এখনও কিছু বলতে পারেনি পুলিশ।
তবে মনিবভক্ত কুকুর যে অনেক কিছু পারে সেটি প্রমাণ হয়েছে। সৃষ্টির সেরা জীব মানুষ যেখানে মোনাফেকি করে মানুষ হয়ে মানুষকে খুন করে, ঠিক সেখানে একটি অবোলা পশুও তার মনিবের জন্য সবকিছু করতে পারে। যুগে যুগে আমরা এমন বহু কাহিনী দেখে আসছি।