দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র পর জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ শুটিং শুরু হয়েছে। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’র শুটিং শুরু হলো আনুষ্ঠানিকভাবে মহরতের মাধ্যমে।
গতকাল মঙ্গলবার কলাবাগানের একটি বাড়িতে ছবির প্রধান নায়িকা জয়া আহসানকে নিয়ে শুটিং শুরু করা হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, প্রথম দিনের পুরো শুটিংটা শুধুমাত্র জয়াকে ঘিরেই। অন্যান্য শিল্পীর শুটিং হবে ধারাবাহিকভাবে। সফল ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র সিক্যুয়াল হচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, ওমর সানি, মৌসুমী হামিদ ও একটি বিশেষ চরিত্রে বিশিষ্ট সাংবাদিক মুন্নী সাহা।
ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় নির্মীয়মাণ এই ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান, আর চিত্রগ্রহণে আছেন তপন আহমেদ, গীতিকার কবির বকুল, সংগীতে শওকত আলী ইমন।
পরিচালক সাফিউদ্দিন সাফি আরও জানান, এ ছবিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’তে ছিলেন আরেফিন শুভ এবং মিমো। কিন্তু এই ছবিতে আছেন ইমন এবং মৌসুমী হামিদ। ছবির বড় একটি চমক হচ্ছে, বিশিষ্ট সাংবাদিক মুন্নী সাহা এতে অভিনয় করছেন। আরও বড় দুটি চমক দু’-তিনদিনের মধ্যেই সবাইকে জানানো যাবে- এমনটাই জানিয়েছেন পরিচালক সাফিউদ্দিন সাফি।