দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরাকে আইএস ঘাঁটিতে এবার ফ্রান্সের বিমান হামলা শুরু হয়েছে। এটিই ফ্রান্সের প্রথম বিমান হামলা। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ইরাকের আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার কথা স্বীকার করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এবারই প্রথমবারের মতো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ইরাকের আইএস লক্ষ্য করে এই বিমান হামলার কথা স্বীকার করেছেন।
ফ্রান্স এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের বিমান উত্তর-পূর্ব ইরাকে আইএস ঘাঁটিতে হামলা করেছে। আগামীতে এই হামলা আরও বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছে ফ্রান্স। মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করে হত্যার পর গত আগস্ট হতে ইরাকে আইএস ঘাঁটিকে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত অন্তত ১৫০টি বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল। আইএস ইরাক এবং সিরিয়ায় বেশ কিছু ঘাঁটি দখল করে নিয়েছে। আইএস প্রথমে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও পরে এক ব্রিটিশ স্বেচ্ছাসেবককে শিরশ্চেদ করে হত্যা করে তার ভিডিও পাঠায়।