দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১৪ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একদল কর্মীরা অক্ষত অবস্থায় এই অজগর সাপটি ধরে।
গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল শহরতলির জেটি রোড হতে এই ১৪ ফুট লম্বা অজগরটি ধরা হয়েছে। এই অজগর সাপটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের শ্রীমঙ্গলস্থ চিড়িয়াখানায় রাখা হয়েছে। এটিকে আজ বুধবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জেটি রোডের জৈনকা ছড়ার পাড়ের আব্দুল মালিকের বাড়ির পাশের বাঁশঝাড়ে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং লাঠিসোটা নিয়ে সাপটিকে মারতেও চেষ্টা করে। বিষয়টি বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানতে পেরে তাদের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর বাঁশঝাড় হতে অজগর সাপটিকে নামিয়ে আনেন। পরে এটি মেপে দেখা যায় ১৪ ফুট লম্বা।
এখবর ছড়িয়ে পড়লে অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ভিড় করে অজগরটি এক নজর দেখার জন্য।