দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আবার চালু হচ্ছে ইউনাইটেডের এয়ারওয়েজের ফ্লাইট। গত বুধবার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল সব রুটের ফ্লাইট।
২ দিন বন্ধ থাকার পর আজ শনিবার হতে পুনরায় চালু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের সব ফ্লাইট। আর্থিক সংকটের কারণে গত বুধবার সংবাদ সম্মেলন করে বন্ধ ঘোষণা করা হয় বেসরকারি এই বিমান সংস্থার সব ফ্লাইট।
ইউনাইটেড এয়ারওয়েজ সৌদি আরব কান্ট্রি ম্যানেজার গিয়াস উদ্দিন মাহমুদ গতকাল শুক্রবার সন্ধ্যায় জানান যে, প্রতিষ্ঠানটির সদ্য পদত্যাগী চেয়ারম্যান তার পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর শনিবার থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল।
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে ওিই কর্মকর্তা আরও বলেন, পরিচালনা পরিষদের অভ্যন্তরীণ কিছু সমস্যা হওয়ায় ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার হতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে ইউনাইটেড এয়ারওয়েজ।