দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জয়পুরহাটে ব্র্যাক ব্যাংক হতে দুই কোটি টাকা চুরি গেছে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, জয়পুরহাট শহরের প্রধান সড়কস্থ শাজাহান প্লাজার ২য় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় এই চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় দুই কোটি টাকা চুরি হতে পারে।
আজ শনিবার সকালে সদর থানায় বিষয়টি জানানো হয়েছে। থানা সূত্রের ভাষ্য মতে, গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে। দুবৃর্ত্তরা ব্যাংকের পুর্ব দিকের দেওয়াল কেটে ভেতরে ঢুকেছে। চোররা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ এর কম বা বেশিও হতে পারে। ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি ফিরলে বিস্তারিত জানা যাবে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে বলে পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।