দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের শোকে পাথর পুরো তামিলনাড়ু্ রাজ্য। শেষ পর্যন্ত জয়ললিতা অর্থাৎ আম্মার শোকে ১৬ ভক্ত আত্মহত্যা করেছে।
মুখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের খবের পুরো তামিলনাড়ু এলাকা জ্বলে উঠেছে। যাকে তারা আম্মা বলে সম্বোধন করতেন তাঁর এমন পরিণতির খবর পেয়ে হতব্হিল হয়ে পড়েছে তামিলনাড়ু রাজ্যের বাসিন্দারা। তাদের এক কথা, ‘আম্মাকে যারা এমনভাবে ফাঁসিয়েছে তাদের রেহায় নেই। আম্মা কখনও পাপ কাজ করতে পারেন না। তিনি আমাদের অভিভাবক।’ এমন কথা বলেছে তামিলনাড়ু এলাকাবাসী। তামিলনাড়ুর সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের শোকে পাথর হয়ে গেছে পুরো তামিলনাড়ু্। এমন এক পরিস্থিতিতে আম্মা’র কারাদণ্ডের সাজা মেনে নিতে না পেরে, আত্মঘাতী হচ্ছেন জয়ললিতার সমর্থকরা।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার হতে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে এবং গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে আত্মহননের ঘটনা ঘটেছে ১৬টি। সংবাদ মাধ্যম জানায়, রবিবার চেন্নাইয়ের ৬৫ বছরের এক বাসিন্দা এস ভেঙ্কটেশন গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। অপরদিকে চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে প্রাণ বিসর্জন দেন জয়ললিতার এক ভক্ত। আবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরও অন্তত ৩ আম্মা সমর্থক। শুধু আত্মহত্যাই নয় জয়ললিতার কারাবাসের আদেশে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন অগণিত সমর্থক। ইতিমধ্যেই ১০ জন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আবার আদালতের রায় ঘোষণার পরপরই হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে আরও এক জয়ললিতা ভক্ত।
তবে এসব আত্মহত্যার কারণ আম্মার কারাদণ্ড এমন কথা মানতে নারাজ তামিলননাড়ুর পুলিশ। তাদের মতে, এসব মৃত্যুর পেছনে রয়েছে ব্যক্তিগত কারণ।
তবে হঠাৎ করে তামিলনাড়ুতে আত্মহত্যা বেড়ে যাওয়ার ঘটনায় তারা যথেষ্ট উদ্বিগ্নও।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে নেত্রী জয়ললিতা জয়রামকে ৪ বছরের কারাদণ্ড দেয় বেঙ্গালুরুর বিশেষ আদালত। ইতিমধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জয়ললিতার অনুগত পন্নিরসেলভাম।