দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীতে কোরবানীর গরুর হাট শুরু হয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে এসব গরুর হাট দেখা গেছে। তবে ক্রেতার সংখ্যা খুবই কম।
রাজধানীর বনানী রেলস্টেশন সংলগ্ন গরু হাটে গিয়ে দেখা যায়, সারি সারি গরু বাঁধা রয়েছে। কিন্তু ক্রেতা নেই একেবারেই। একজন বিক্রেতা জানালেন তিনি গাজীপুর থেকে এখানে গরু নিয়ে এসেছেন। তবে ক্রেতা না থাকায় তিনি হতাশ।
আরও দু’একদিন পর রাজধানীর গরুর হাটগুলো জমবে বলে ধারণা করা হচ্ছে। গরু হাটের ইজারাকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, আজ ও কাল এরকম অবস্থায় যাবে। তবে শুক্রবার থেকে হাট জমবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
রাজধানীতে যারা কোরবানীর গরু কিনবেন তারা বেশিরভাগই ঈদের আগের দিন কেনার চেষ্টা করবেন। কারণ গরু দেখভাল করা ও খাওয়া এবং রাখার জায়গার কারণে গরু বেশি আগে কেনা সম্ভব হবে না। শেষের দুদিন গরু বিক্রি হবে বেশি।
এবার গরুর দাম এখন পর্যন্ত গতবারের তুলনায় অনেক বেশি। তবে আমদানি হলে দাম কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।