দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল শুভ বিজয়া দশমী শেষে আজ শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে এবছরের মত প্রতিমা বিসর্জনের মাধ্যমে। আজ সকাল আটটা ২৩ মিনিটের মধ্যেই দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষে শান্তিজল গ্রহণ করার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি টানা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় গত কালই শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান।
এদিকে শনিবার বেলা তিনটায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে বের করা হবে বিজয়া শোভাযাত্রা। এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়িগঙ্গা তীরে যাবে এবং সেখানেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এরপর একে একে বিভিন্ন মণ্ডপের প্রতিমা সেখানেই বিসর্জন দেয়া হবে।
আসুরিক শক্তির বিনাশ আর শান্তি কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে দুর্গার আরাধনা করে আসছে। হিন্দু ধর্ম মতে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনে বিশ্বব্যাপী মঙ্গলবার্তা নিয়ে দুর্গা এ সময় লোকালয়ে আসেন।