দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৬ অক্টোবর সোমবার পবিত্র ঈদ উল আযহা। কোরবানীর ঈদ হওয়ায় এদিন বৃষ্টি নিয়ে সকলেই বেশ চিন্তিত।েএদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলেছে, আগামী ৬ অক্টোবর সোমবার কোরবানী ঈদের দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে যে, বর্ষা মৌসুমের বিদায়কালে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেশির ভাগ সময় থাকবে রৌদ্রোজ্জ্বল।
শুক্রবার ঈশ্বরদীতে প্রচণ্ড বৃষ্টি ও খুলনা, সীতাকুণ্ড, মাদারীপুর, টাঙ্গাইলসহ বেশ কিছু কিছু স্থানে সামান্য বৃষ্টি হয়েছে। এদিকে কোরবানীর ঈদ হওয়ায় ঈদের দিন সকালে নামাজের পর পশু কোরবানী দেওয়ার সময় বৃষ্টি হলে বেশ সমস্যায় পড়তে হবে। ঈদের দিন সকালে বৃষ্টি হলে নামাজসহ কোরবানীতে বেশ সমস্যায় পড়তে হবে। আবার বিকালে বৃষ্টি হলে কোরবানীর বিভিন্ন বর্জ্য ধুয়ে যাবে।
আবহাওয়া অফিস বলেছে, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়। অপরদিকে উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিমে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা বাংলাদেশ হতে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।