দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, ভারতে বসে কিনা মিস করছেন কোরবানীর গরুর মাংস! তবে কি তিনি ইসলাম অনুরাগী হলেন? না মোটেই নয়, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি শুধু খাওয়ার জন্যই মিস করছেন গরুর মাংস।
তসলিমা নাসরিন ঈদে গরুর মাংস অনেক দিন খান না বলে আক্ষেপ করে বলেন, আমি অনেক দিন গরুর মাংস খাইনা। মনে পড়ে মা (তসলিমা নাসরিনে মা) আমাদের গরুর নানা আইটেম রেঁধে খাওয়াতেন এছাড়াও মা গরুর মাংস দিয়ে শুঁটকি করে আমাদের সকালের নাস্তা করে দিতেন আমরা তা পেট পুড়ে খেতাম। ‘
তসলিমা নাসরিন আরো বলেন, বিশ্বাস করুন মায়ের সেই সকালের নাস্তা যা গরুর মাংস দিয়ে রান্না হতো তার থেকেভালো রান্না আমি কখনোই খাইনি।
তসলিমা নাসরিন তার বন্ধু মহলকে আহ্বান করেন যেন বাংলাদেশ থেকে কেউ ভারত তাকে দেখতে গেলে যেন সাথে চালের রুটি এবং গরুর মাংস নিয়ে যায়। তিনি ধরেই নিবেন তার মায়ের রান্না এসব।
উল্লেখ্য, তসলিমা নাসরিন এখন ভারতের দিল্লীতে আছেন, দিল্লীতে গরু কোরবানী দেয়া নিষিদ্ধ ফলে সেখানকার মুসলিম সম্প্রদায় করবানীতে গরু জবাই দিতে পারেন না।