দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবোলা ভাইরাস দিন দিন সম্প্রসারিত হচ্ছে দেশ থেকে দেশে। ইতোমধ্যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে এবোলা বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর এক ভাইরাস, যা গ্রাস করতে পারে সমগ্র পৃথিবীকে। এবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবোলা ভাইরাস ঠেকাতে নিজের তহবিল থেকে ২৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন।
মার্ক জুকারবার্গ নিজের ফেসবুক পেইজে জানান, আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে এবোলা মকাবেলা করতে ২৫ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছি। বর্তমান সময়ে এবোলা ভাইরাস আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভয়ংকর ভাবে। এই ভাইরাসের কারনে প্রতি সপ্তাহে ১০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেকেই প্রান হারাচ্ছে। এখনই একে দমন করতে হবে, তা না হলে এই ভাইরাস মানুষের জন্য মহামারি আকার ধারন করতে পারে।
মার্ক জুকারবার্গ আরো বলেন, এবোলা ভাইরাস এমন এক ভাইরাস যা এখন আমাদের এইডস বা এইচআইভি থেকেও অনেক বেশি ভাবিয়ে তুলেছে। এই ভাইরাসের আক্রমণে মানুষ বর্তমানে অসহায় অবস্থায় আছে। আমাদের এখনই একে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা গ্রহন করতে হবে খুঁজতে হবে এই ভাইরাস দমনের পথ।
মার্ক জুকারবার্গ সহ আমেরিকার সিলিকন ভ্যালির আরো অনেক ধনী ব্যক্তি এগিয়ে আসছে এবোলা ভাইরাস মোকাবেলায় অর্থ সাহায্য নিয়ে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবোলা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। মরণঘাতী এবোলা ভাইরাসে আফ্রিকায় প্রাণহানির সংখ্যা বাড়েছেই। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আফ্রিকার তিনটি দেশে অসংখ্য মানুষ মারা গেছে। আরো নতুন নতুন দেশে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
সূত্র- সিনেট