দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাট্যকার হুমায়ূন আহমেদের এক সময়ের জনপ্রিয় টিভি সিরিজ ‘এইসব দিনরাত্রি’র ‘টুনি’ আত্মহত্যা করেছেন। সেই ‘টুনি’ চরিত্রে রূপদানকারী অভিনেত্রী নায়ার সুলতানা মারা গেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিটিভির এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রী’র কথা অনেকেরই মনে আছে। সে সময় দেশের একমাত্র টিভি বিটিভির অত্যান্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল ‘এইসব দিনরাত্রী’। যে নাটকের একটি চরিত্র ‘টুনি’র প্রাণরক্ষার জন্য সারাদেশের মানুষ সেসময় চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন নাট্যকার হুমায়ূন আহমেদকে। সেই টুনি চরিত্রে রূপদানকারী অভিনেত্রী নায়ার সুলতানা আজ আর নেই।
এই টুনি আর সেই টুনি
প্রাথমিকভাবে নায়ার সুলতানার মৃত্যুকে আত্মহত্যা বলে অনুমান করা হলেও তার পরিবার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেছেন। গুলশান থানা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তারা খবর পেয়ে তৎক্ষণাৎ এস আই মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে গুলশান থানা পুলিশের একটি দল নায়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা গেছে, নায়ারকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে নায়ার সুলতানার স্বামী আলী আমিনের বিরুদ্ধে তার মা রাজিয়া সুলতানা গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে পুলিশ মামলা দায়েরের পর নায়ারের গুলশানের বাসার কাছ হতে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই আলী আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিয়ের পর থেকেই নানা ইস্যুতে নায়ারের সঙ্গে বনিবনা হতো না স্বামী আমিনের। মানসিক ও শারীরিকভাবে আমিন নায়ারকে অত্যাচার করতেন বলেও অভিযোগ করা হয়েছে। তাদের ধারণা, অতিরিক্ত অত্যাচার সহ্য করতে না পেরেই নায়ার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’
সন্তানদের সঙ্গে
উল্লেখ্য, আলী আমিন বেঙ্গল তোয়াল ইন্ডাস্ট্রিজে কর্মরত। ৩৫ বছর বয়সী নায়ারের আনহা আমিন (৯) ও আজারি আমিন (৬) নামে দুটি সন্তানও রয়েছে।