দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সন্তান জন্মদানের ক্ষেত্রে নারীদের সমস্যার কথা বলে থাকি। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে সন্তান জন্মের ক্ষেত্রে নারীদের পাশাপাশি পুরুষদের জেনেটিক কারণ ছাড়াও আরো অনেক কারণ রয়েছে। বিষয়টি আরো পরিস্কারভাবে বোঝা যাবে নিচের কারণগুলো লক্ষ্য করলে।
১. পুরুষের খাদ্যাভ্যাস
পুরুষের নেতিবাচক খাদ্যাভ্যাস সন্তান উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন যে সকল পুরুষ ধূমপান করে থাকেন তাদের শুক্রাণুর সংখ্যা, আকৃতি ও কার্যকারিতায় ব্যাঘাত ঘটতে পারে। এই সমস্যাটি যারা অধিক পরিমাণ অ্যালকোহল পান করে থাকেন তাদের ক্ষেত্রেও হয়ে থাকে।
২. পুরুষের বয়স
এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে কেননা পুরুষদের বয়স ত্রিশ বছরের বেশি হলেই সন্তান উৎপাদনের ক্ষমতা কিছুটা কমে আসে আবার সেই পুরুষ ৬০ বছর পর সন্তান উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পায়। এতি কেন হয় তা নিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন। কিন্তু এরপরও পুরুষের বয়স সন্তান উৎপাদনের ক্ষেত্রে একটি প্রভাব ফেলে।
৩. উত্তাপ
উত্তাপ পুরুষের শুক্রাণুর জন্য ক্ষতিকর। কেননা উত্তাপের ফলে শুক্রাণু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। অনেকের মধ্যে দীর্ঘক্ষণ গরম পানি দিয়ে গোসল করার অভ্যাস রয়েছে। এতে করে শুক্রাণু সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
৪. অনুৎপাদনশীলতা
অনুৎপাদনশিলতা পুরুষদের মধ্যেই বেশি দেখা যায়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে, নারী ও পুরুষের মাঝে মাত্র এক তৃতীয়াংশ নারীদের সমস্যার কারণে হয়ে থাকলেও বাকি দুই তৃতীয়াংশের কারণ হলো পুরুষের অনুৎপাদনশীলতা।