দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাধীনতার এতো বছর পর হলেও ইসলামী ছাত্র শিবির সত্য কথটি প্রকাশ করলেন। গোলাম আযমের মৃত্যুর পর ‘গোলাম আযমের স্বাধীনতা বিরোধিতার সিদ্ধান্ত ছিল ভুল’ বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্রশিবির।
মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির ‘গোলাম আযমের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার সিদ্ধান্ত ভুল ছিল’ বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। খবর বাংলাদেশ নিউজ২৪ ডট কমের।
গোলাম আযমের মৃত্যুর পর পাঠানো ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্বৃতি দিয়ে ওই সংবাদ মাধ্যম বলেছে, ‘এ সিদ্ধান্ত (১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা) তাকে রাজনৈতিকভাবেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি, ব্যক্তিগতভাবেও তাকে এর জন্য দায়মোচন করতে হয়েছে।’
‘গোলাম আযম সাহেবের সঠিক জীবনবৃত্তান্ত প্রকাশের অনুরোধ করছি’ শিরোনামে ছাত্রশিবিরের সহকারী প্রচার সম্পাদক মো: জামাল উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েছেন বলে ওই সংবাদ মাধ্যমে বলা হয়।
ছাত্রশিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেছে, ‘তিন দিক হতে বাংলাদেশকে ঘিরে থাকা ভারতের শাসকগোষ্ঠীর ভূমিকার কারণে বীতশ্রদ্ধ হয়ে গোলাম আযম স্বাধীনতার বিরোধিতা করার ভুল সিদ্ধান্ত নিয়েছেন মনে করার যথেষ্ট কারণ থাকলেও, এ সিদ্ধান্ত তাকে রাজনৈতিকভাবেই শুধু ক্ষতিগ্রস্ত করেনি, ব্যক্তিগতভাবেও তাকে এর জন্য দায়মোচন করতে হয়েছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছেন যে, ‘ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) মুক্তিযুদ্ধকালীন কোনো অপরাধে গোলাম আযম সরাসরি জড়িত নয় বলে স্বীকার করলেও ‘সুপ্রিম কমান্ড রেসপনসিবিলিটির দায়ে তাকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।’
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সাবেক গোলাম আযম মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ড ভোগকালে ২৩ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।