দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরতালের কারণে জেএসসি-জেডিসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২ ও ৩ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
জামায়তে ইসলামীর হরতালের কারণে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচিতে বলা হয়েছে, ২ নভেম্বরের পরীক্ষা হবে ৭ নভেম্বর এবং ৩ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান। তাঁর বাসায় এই সংবাদ ব্রিফিং করেন তিনি।
উল্লেখ্য, ২ নভেম্বর হতে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই দুই পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
দি ঢাকা টাইমস্ এ গতকাল এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়:
“হরতালের কবলে পড়া জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এখনও হয়নি”