দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটারের নাম কি? আপনার উত্তর হয়তো হবে আধুনিক কোনও মডেলের কম্পিউটারের নাম। কিন্তু সব রেকর্ড ভেঙ্গে দিয়ে ১৯৭৬ এর Apple 1 মডেলের কম্পিউটার হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটার।
অ্যাপেল এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং Wozniak মিলে শুরু করেন জনপ্রিয় কোম্পানি অ্যাপেল। তাদের দুই জনের প্রচেষ্টায় প্রথম অ্যাপেল কম্পিউটার তৈরি হয় এবং সেটা ১৯৭০ সালে Hewlett-Packard। এর পর দুই মহারথী আরো উন্নত মডেলের কম্পিউটার তৈরির চেষ্টা চালান এবং সে বিষয়েই কাজ করেন। ১৯৭৬ সালে স্টিভ জবস নিজেদের গাড়ির গ্যারেজে বসে তৈরি করেন ১৯৭৬ এর মডেল Apple 1 কম্পিউটার।
পরবর্তীতে অ্যাপেল ১ এর জন্য মোট ৫০টি অর্ডার আসে এবং সে হিসেবে Apple Inc. প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বাণিজ্যিক কম্পিউটার তৈরিতে হাত দেয়। সে সময় তৈরি হওয়া ৫০টি কম্পিউটারের মাঝে এখন রয়েছে ৬ টি এর মাঝে মাত্র ১টি কম্পিউটার এখনো ঠিক ঠাক চলছে নিজের সব পার্টস সহ।
এর আগে ১৯৭৬ এর Apple 1 এর একটি কম্পিউটার বিক্রি হয় ২০১২ সালে যুক্তরাস্ট্রে সেখানে সেটি নিলামে তোলা হলে তার দাম উঠে ৩ লাখ ৭৪ হাজার ৫শ ডলার! এবার Apple 1 এর একটি মডেল জার্মানিতে নিলামে তোলা হবে যা কিনা এখনো ঠিক ঠাক কাজ করছে এর সব পার্টসও রয়েছে। এসব পার্টস এর মাঝে রয়েছে ASCII কী বোর্ড, সনির মনিটর, ট্রান্সফরমার। ধারণা করা হচ্ছে এই কম্পিউটার নিলামে আগের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। এবং এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি কম্পিউটার।
সূত্র- ডেইলি মেইল।