দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুতে শোকাহত ক্রিকেট বিশ্ব। খেলার সময় বাউন্স বলের আঘাতে দুদিন আগে তিনি মারাত্মকভাবে আহত হন।

মাত্র ২৫ বছর বয়সেই ভক্তদের কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ। তার এই মৃত্যুতে বাংলাদেশসহ শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব।
২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে ব্যাট করছিলেন। এ সময় শেন অ্যাবোটের বাউন্সি বলে মাথায় আঘাত পান ২৬ টেস্ট খেলা এই ক্রিকেটার। পরে ২ দিন কোমায় থাকার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিউজের আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শারজায় অনুষ্ঠিত পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখা হয়েছে।
এদিকে সামাজিক বিভিন্ন গণমাধ্যমগুলোতে ফিলিপ হিউজের জন্য শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফিলিপ হিউজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।