দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষই যে শুধু প্রতিবাদ করতে পারে তা নয়, এখন পশুরাও প্রতিবাদ করতে শুরু করেছে। এবার আইফেল টাওয়ারের সামনে ভেড়াদের বিক্ষোভ হয়েছে। নেকড়েদের প্রতি কেনো এতো সদয় সরকার? তারই প্রতিবাদ ভেড়াদের।
নেকড়েদের প্রতি কেনো এতো সদয় সরকার? তারই প্রতিবাদে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে ভেড়ারা। প্রতিবাদে মুখর প্যারিসের আইফেল টাওয়ারের এমন ব্যতিক্রমি খবরে সম্প্রতি বিশ্ব মিডিয়া ব্যতিব্যস্ত। প্রতিদিন বাড়ছে নেকড়ের আক্রমণ। তার পরেও কেনো চুপ সরকার। এর প্রতিবাদে দাবি তুললো প্রতিবাদী ভেড়া বা মেষেরা।
তারা মনে করেন নেকড়েদের প্রতি বেশি সদয় সরকার। আর ভেড়ার পাল সব সময় উপেক্ষিত। এমনটাই দাবি ফ্রান্সের মেষ পালকদের। প্রতিদিন ভেড়ার উপর একের পর এক হামলা করছে নেকড়ের দল। এ বছর ৪৫০০ মতো হামলা হয়েছে। মেষ পালকদের দাবি, এর পরেও নেকড়েদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে কিছু দিনের মধ্যে বেকার হয়ে যাবেন মেষ পালকরা! জীবিকার জন্য ভেড়াদের নিয়ে অভিনব প্রতিবাদ করলেন ফরাসী মেষ পালকরা। পোষ্য ভেড়াদের স্বশরীরে হাজির করলেন বিক্ষোভে। মেষ পালকরা ভেড়াদের বিক্ষোভ হিসেবেই অভিহিত করেছেন। যদিও তারা তাদের বক্তব্য রেখেছেন। কারণ ভেড়া তো আর কথা বলতে পারে না!
অবশ্য এখনও জানা যায়নি ভেড়াদের বিক্ষোভ সার্থক হয়েছে কিনা। বা সরকার তাদের দাবি-দাবা মেনেছেন কিনা।