দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিংহের ছবি আমরা সবাই বহু দেখেছি। কিন্তু দুর্লভ প্রজাতির সাদা সিংহ আমরা অনেকেই দেখিনি। প্রথমবারের মতো ক্যামেরাবন্দি বিরল সদ্যোজাত সাদা সিংহের কয়েকটি দুর্লভ ছবি দেখুন।
দেখতে বড়ই সুন্দর এই সাদা সিংহ। ফুটফুটে সাদা এই নবজাতক সাদা সিংহ। বিরল প্রজাতির এই নবজাতক সাদা সিংহ বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় নতুন সেনসেশন।
দক্ষিণ আফ্রিকার তিম্বাভতি অঞ্চলে গেলে দেখতে পাওয়া যায় এই সাদা সিংহ। এই প্রজাতির সিংহ এতটাই বিরল যে সারা বিশ্ব মিলে মাত্র ১৩টি জীবিত অবস্থায় রয়েছে এই সাদা সিংহ। এই ১৩টি সাদা সিংহের মধ্যে ৬টি প্রাপ্ত বয়স্ক। এই প্রাপ্ত বয়ষ্ক সিংহের একজন এই শিশু সিংহের জন্ম দিয়েছে।
কোনো কিছু দেখলেই সিংহ শাবকরা তাকিয়ে থাকে
অন্য সিংহ শাবকদের সঙ্গে খেলা করে এরা
কোনো ডাল-পালা নড়াচড়া করলেই কামড়ে ধরে এরা
ঘাসপোকা বা কোনো কিছুই এদের দৃষ্টি এড়ায় না