দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজী আসিফ ও তানিয়া বৃষ্টি’র নতুন জুটির অভিষেক হওয়া চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পাওয়া ‘ঘাসফুল’ এখন শুধুই মু্ক্তির অপেক্ষায় রয়েছে।
বড় পর্দায় অভিষেক হবে কাজী আসিফ ও তানিয়া বৃষ্টি’র। দু’জনই অভিনয় করেছেন নতুন ছবি ‘ঘাসফুল’ ছবিতে। ছবিটি ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। বড় পর্দায় নিজেদের অভিনিত ছবি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন এই প্রজন্মের নতুন এই জুটি আসিফ-বৃষ্টি।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ পরিচালনা করেছেন আকমার খান। আকরাম খানের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন মশিউল আলম এবং লায়লা আফরোজ।
ছবিটিতে অভিনয় করেছেন নায়লা আজাদ নূপুর ও শায়লা সাবি। তিনি এর আগে ফেরদৌসের সঙ্গে ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতেও অভিনয় করেছেন। আসিফ ও তানিয়া বৃষ্টি বিজ্ঞাপনচিত্র এবং টিভি নাটকে অভিনয়ের সুবাদে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
ছবিটির গল্পে আসিফ অভিনয় করেছেন ২১ বছর বয়সী তৌকীরের চরিত্রে। মফস্বল শহরের অলিতে-গলিতে অবাক দৃষ্টি নিয়ে ঘুরে বেড়ায় সে। এমনি একদিন তৌকীর খুঁজে পায় একটি বিবর্ণ চিঠি। স্মৃতিভ্রষ্ট তৌকীর তখন অনেক চেষ্টা করেও ওই চিঠির লেখিকা ঘাসফুলের কথা কিছুতেই মনে করতে পারে না। ঘাসফুলকে খুঁজতে গিয়ে তৌকীরের যেনো পুনর্জন্ম ঘটে। ‘ঘাসফুল’ ছবি’র দুটি গানের মধ্যে মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও লাকী আখন্দের সুরে করা একটি গান গেয়েছেন সানি জুবায়ের এবং অন্যদিকে সানি জুবায়েরের সুরে অপর গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা গোপ।
ছবিটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা জানানো হয়নি। তবে ছবিটির ব্যতিক্রমি কাহিনী দর্শকদের মন কাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।