দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারায়ণগঞ্জ ৭ খুনের ঘটনায় হাইকোর্টে র্যাব প্রতিবেদন দিযেছে। র্যাবের ওই প্রতিবেদনে র্যাবের সাবেক তিন কর্মকর্তা সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
বহুল আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় হাইকোর্টে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উচ্চ আদালতের নির্দেশে গঠিত র্যাব সদর দফতরের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন আজ বুধবার হাইকোর্টে দাখিল করেছে। র্যাবের তিন কর্মকর্তা ৭ খুনের সঙ্গে সরাসরি জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।
বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির প্রধান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিন।
র্যাব তাদের প্রতিবেদনে বলেছে, ৭ খুনের ঘটনায় প্রথম হতে শেষ পর্যন্ত (অপহরণ হতে শুরু করে মরদেহ নদীতে ডোবানো পর্যন্ত) র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব:) তারেক সাঈদ মুহাম্মদ এবং কোম্পানী কমান্ডার মেজর (অব:) আরিফ হোসেন সিপিএসসি জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তবে লে. কমান্ডার (অব:) এম এম রানা অপহরণ পর্যন্ত অংশ নিয়ে আংশিক জড়িত ছিলেন বলে প্রতীয়মান হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার কারণেই কাউন্সিলার নূর হোসেন কাউন্সিলার নজরুল ইসলামকে অপহরণ এবং খুনের পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে র্যাব সদর দফতরের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।
উল্লেখ্য, এ বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এরপর ৩০ এপ্রিল এবং ১ মে শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
This post was last modified on ডিসেম্বর ১০, ২০১৪ 7:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…