The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দিল্লির ‘দ্য গ্রেট ভেনিস’ এর মডেল হলেন বাংলাদেশের পিয়া!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিল্লির বিখ্যাত শপিং মল ‘দ্য গ্রেট ভেনিস’ এর মডেল হলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

Great Venice model piya

দিল্লির বিখ্যাত শপিং মল ‘দ্য গ্রেট ভেনিস’ এর মডেল হলেন- বাংলাদেশের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ভারতের খ্যাতিমান প্রতিষ্ঠান বেসিন গ্রুপের একটি জাঁকজমকপূর্ণ প্রকল্প হলো এই শপিংমলটি। আর এই শপিং মলটির প্রচারণার জন্য নির্মিত হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনেই দেখা যাবে বাংলাদেশী মেয়ে পিয়াকে। ১৪ ডিসেম্বর হতে শুরু হয়েছে এই বিজ্ঞাপনের শ্যুটিং।

Great Venice model piya-2

শপিং মলটির নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে যে কারণে সেটি হচ্ছে ভেনিস শহর। মূলত এই ভেনিস শহরের থিমকে পুঁজি করেই ‘দ্য গ্রেট ভেনিস’ শপিং মলটি নির্মাণ করা হয়েছে। বলিউডের ‘কিল দিল’ ছবির শ্যুটিং হয়েছে এই এই শপিং মলেই।

উল্রেখ্য, দিল্লির মাসকট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তির অংশ হিসেবে দুইমাস ভারতে অবস্থান করবেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...