দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীতে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। এ সময় পুলিশ অন্তত ১২ জনকে আটক করেছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের পাশের রাস্তায় পুলিশের সাথে ডেন্টাল ছাত্রদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ছবি: বাংলাদেশ নিউজ২৪ এর সৌজন্যে
আজ বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পাশের রাস্তায় পুলিশের সাথে ডেন্টাল ছাত্রদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ ছাত্র আহত হয়। এসময় পুলিশ অন্তত ১২ জনকে আটক করেছে।
জানা যায়, ৪ দফা দাবিতে ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ডিএসএসি) ব্যানারে ছাত্ররা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকলে প্রেসক্লাবের পাশে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে জলকামানও নিক্ষেপ করে পুলিশ। এসময় ছাত্ররা লাঠিসোটা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ছাত্ররা একটি বিআরটিসি বাস ভাঙচুর করে।
ছাত্র সংগঠন সূত্রে জানা গেছে, পুলিশ ১২ জনকে আটক করে নিয়ে গেছে এবং আহত হয়েছে ২০ জন ছাত্র। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়া হয়েছে।