দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল আকারের শিয়াল খাওয়ার কাহিনী আমরা দেখেছিলাম। কিন্তু এবার অজগর খেয়ে ফেললো এক আস্ত ক্যাঙারুকে।
সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু অজগরের কাহিনী দেখেছি। সর্বশেষ কাহিনীটি ছিল শিয়াল খেয়ে ফেলার কাহিনী। কিন্তু এবার শোনা গেলো আস্ত এক ক্যাঙারুকে খেয়ে ফেলার কাহিনী। অজগর বা যাকে আমরা এনাকোন্ডা হিসেবে চিনি সেই অজগর আস্ত গরু, ছাগল, ভেড়া সব কিছুই গিলে খাই। প্রথমে শিকারীকে পেচিয়ে ফেলে অজগরটি। তারপর যখন শিকারীর নড়াচড়ার কোনো উপায় থাকে না, তখন তাকে কামড়ে ধরে গেলা শুরু করে। এভাবে এক সময় পুরো বস্তুটাকে গিলে ফেলে অজগরটি। অজগর সাপের শরীর এলাস্টিকের মতোই। তাই শিকারকে ভেতরে নেওয়ার সময় সাপের পাকস্থলি আকারে বাড়তে থাকে। এ সময় দেখা যায় ফুলে উঠে ভিতরে যাচ্ছে।
সম্প্রতি অজগনের ক্যাঙারু খাওয়ার এমন একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের নিটমিলুক ন্যাশনাল পার্কে। সেখানে বিশাল এক অজগর সাপ একটি ক্যাঙারুকে পেঁচিয়ে ধরে। তারপর যথানিয়মে গিলতে থাকে। ঘটনাটি বুঝতে পেরে বনরক্ষক ঘটনাস্থলে যান ও ক্যামেরায় অজগরের ক্যাঙারু গেলার দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
বিশেষজ্ঞরা বলেছেন, অজগরের একটি ক্যাঙারুকে হজম করতে সময় লাগে অন্তত এক সপ্তাহ। এটি খাওয়ার পর সে একমাস পর্যন্ত না খেয়েও থাকতে পারে। কিন্তু এমনও দেখা গেছে যে, কোনো অজগর পেটপুরে খাওয়ার পর আবার রাতে শিকার করতে বের হয়েছে। যদি তখন আরেকটি শিকার পেয়ে যায় তাহলে সেই খাবার খেয়ে ওই অজগরটি টিকে থাকতে পারে অন্তত মাস তিনেক পর্যন্ত। অর্থাৎ পরবর্তী তিন মাসে তাকে আর খাবারের জন্যে হন্যে হতে হবে না। মোটামুটি এই ছিল অজগরের কাহিনী।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=OcJW3ymZNXw