দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অজগর এমন এক প্রাণী যে বড় বড় ছাগল, ভেড়া, শিয়াল আস্ত খেয়ে ফেলে। সম্প্রতি সজারু খেয়ে জীবন হারায় এক অজগর। এবার অজগর খেলো আস্ত কুমিরের বাচ্চা!
অজগর এমন এক প্রাণী যে বড় বড় ছাগল, ভেড়া, শিয়াল আস্ত খেয়ে ফেলে। সম্প্রতি সজারু খেয়ে জীবন হারায় এক অজগর। এবার অজগর খেলো আস্ত কুমিরের বাচ্চা!
ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার। এক বিশাল অজগর যাকে আমরা পাইথন হিসেবে জানি। সেই অজগর খেলো কুমিরের বাচ্চা। আস্ত কুমিরের বাচ্চাটি গিলে খেলো অজগরটি। এই দৃশ্য দেখে সবাই হতবাক। সম্পূর্ণ খাওয়ানো সময়টি চলে মূল তিন ঘণ্টা ধরে।
অজগরের এমন খাদ্য ভক্ষণ দেখে অনেকেই বিস্মিত হন। এটি ব্যতিক্রমী বিরল প্রাণীর আচরণ হিসেবে ধরা যায়। তবে প্রাণীবিদরা জানান, একটি পাইথন (Python) একবার একটি খাদ্য পেলে আবার ছয় মাস না খেলেও চলে। পরবর্তী ছয় মাস পর আবার শুরু হয় তাদের খাদ্য খানা। তখন তারা খাদ্যের সন্ধানে বের হয়। সে কারণে ছোট-বড় বাচ বিচার তাদের থাকে না।
দেখুন অজগরের কুমির ভক্ষণের দৃশ্য