The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ৩০ লাশ উদ্ধার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমান হতে ৩০ লাশ উদ্ধার করা হয়েছে ইন্দোনেশীয়ান উদ্ধারকর্মীরা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।

Air Asia 30 bodies were recovered

জাভা সমুদ্রে বিধ্বস্ত হওয়া এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটের বিমানের ৩০ অারোহীর লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশীয়ান উদ্ধারকর্মীরা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন।

Body Recovered from AirAsia Flight QZ8501

উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে, বহু খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত বিমানটির জীবিত কোনো আরোহীর সন্ধান পাওয়া না গেলেও ৩০ লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ৩২০-২০০ এয়ারবাসটির ভগ্নাবশেষ এবং ব্ল্যাকবক্সের সন্ধান করতে বিশেষায়িত যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে সমুদ্রে প্রচণ্ড ঢেউ থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না বলে জানানো হয়েছে। বিমানটির ওই ভগ্নাবশেষ এখনও অগভীর অঞ্চলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভগ্নাবশেষ এবং বিশেষ করে ব্ল্যাক বক্স উদ্ধার হলে বিমানটি ধ্বংসের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Air Asia 30 bodies were recovered-2

উল্লেখ্য, মালয়েশীয়াভিত্তিক এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটের এ৩২০-২০০ এয়ারবাসটি গত রবিবার সকাল ৫.৩৫ মিনিটে ইন্দোনেশীয়ার সুরাবিয়া বিমানবন্দর হতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে জাভা সমুদ্রাঞ্চলে ৬.১৭ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ থাকে। এরপর বিমানটির সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali