দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিজ থেকে মেয়েকে ফেলে দিলো এক পাষণ্ড বাবা! মর্মান্তিক এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট পিটার্সবুর্গে।
পাষণ্ড ওই পিতা তার ৫ বছরের শিশু কন্যাকে ব্রিজ থেকে ছুড়ে ফেললেন। ছুড়ে ফেলার সময় এই দৃশ্যটি দেখে ফেলেন এক পুলিশ সদস্য। সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই বাবাকে। পরে পানি হতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
৫ বছরের নিজ মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেলা ওই ব্যক্তির নাম জন জনচাঙ্ক (২৫)। ঘটনার পর পরই তাকে আটক করা হয়। তবে কেনো নিজ মেয়েকে ব্রিজ থেকে ছুড়ে ফেলেছেন, সে বিষয়ে এখনও কিছু বলেননি সন্তান হত্যাকারী ওই পাষণ্ড বাবা।
উল্লেখ্য, অভিযুক্ত জনচাঙ্কের বিরুদ্ধে এর আগেও পারিবারিক নির্যাতন মামলা রয়েছে। ইতিপূর্বে অন্য একটি মামলায় তিনি নাকি সাজাও খেটেছেন।