দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোটরসাইকেলে চালক ছাড়া অতিরিক্ত কাওকে নেওয়া যাবে না। আরোহী বহনের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী বহন করা যাবে না।
আদেশে বলা হয়, সাম্প্রতিক সময় কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা এবং নাশকতা চালাচ্ছে। এই ধরণের নাশকতা এবং সহিংসতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া কোনো যাত্রী বহন করা নিষিদ্ধ করা হয়। ১৯৮৩ সালের মোটর ভেহিক্যাল অধ্যাদেশ-এর ৮৮ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনের আগেও এ ধরনের সমস্যায় মোটর সাইকেলে আরোহী নেওয়া নিষিদ্ধ করা হয়।