দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০ দলের ডাকা অবরোধ-হরতালে গত ১৭ দিনে ৩৮ হাজার কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতিতে এক বড় ধরনের ধস নামবে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।
১৭ দিনের টানা অবরোধ আর হরতালে দেশের ব্যবসা-বাণিজ্যে ধস নেমে এসেছে। এতে ৩৮ হাজার কোটির উপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। গতকাল বৃহস্পতিবার মতিঝিলের ডিসিসিআইয়ের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। ডিসিসিআই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেছেন, চলমান হরতাল ও অবরোধের কারণে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে ২ হাজার ২৭৭ কোটি ৮৬ লাখ টাকা।