দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যত দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা। ব্রিসবেনে পৌঁছানোর পর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ব্রিসবেনে পৌঁছানোর পর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্রিসবেনে পৌঁছানোর পর মাত্র এক দিন বিশ্রামে ছিলেন খেলোয়াড়েরা। বিশ্রামের পর আবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাশরাফি বিন মুর্তজার দল অনুশীলন করছেন অ্যালান বোর্ডার গ্রাউন্ড-সংলগ্ন ইনডোর এবং আউটডোরে।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘ক্রিকেটাররা পুরোদমে অনুশীলন শুরু হয়েছে। অনেকটা সময় নেটে কাটিয়েছেন খেলোয়াড়েরা। মঙ্গলবার থেকে আবার অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল।’
তিনি জানান, বাংলাদেশ দলের খেলোয়াড়রা বেশ উৎফুল্ল রয়েছেন। বাকি সময়টাও তারা বেশ ভালো সময় পার করবেন এমনটিই আশা করা হচ্ছে।