দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পূর্ব চীন হতে ৭শ’ বছরের পুরনো নারীর মমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মমিটি মিং বংশের প্রভাবশালী কোনো নারীর মমি বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি পূর্ব চীন হতে ৭শ’ বছরের একটি পুরনো নারীর মমি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মমিটি মিং বংশের প্রভাবশালী কোনো নারীর মমি। ওই এলাকায় একটি রাস্তা বিস্তৃত করার কাজে অংশ নেওয়া এক শ্রমিক অপ্রত্যাশিতভাবে এই মমিটির দেখা পায়।
সংবাদ মাধ্যম বলেছে, মমিটি লম্বা ১.৫ মিটার। মমিটির পরনে রয়েছে মিং বংশের ঐতিহ্যবাহী পোশাক। মিং বংশ ১৩৬৮ হতে ১৬৪৪ সাল পর্যন্ত চীন শাসন করেছে। মমিটির হাতের আঙুলে একটি পাথরের আংটিও রয়েছে।