দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে না হতেই অঘটন শুরু হয়েছে। এবার খেলা শুরুর আগেই পাকিস্তান প্রথম অঘটনের শিকার হলেন। অনিয়মের জন্য আট পাকিস্তানী ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে।
বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগেই পাকিস্তানী ক্রিকেটারদের মনোবলে এক দুঃশ্চিন্তার কালো মেঘ নেমে এসেছে। এবার দলের ক্রিকেটাররা বিশ্বকাপের নিয়ম ভেঙেছেন। আর নিয়ম ভাঙার কারণে তাদের জরিমানাও গুণতে হচ্ছে।
আসন্ন বিশ্বকাপের বিশ্বমঞ্চের নিয়ম ভেঙে জরিমানার কাঠগড়ায় দাঁড়িয়েছে ৮ জন পাকিস্তানী ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সেরা অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তালিকায় রয়েছে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদের নামও।
জানা যায়, তাদের অস্ট্রেলীয় ৩শ’ ডলার জরিমানা করা হয়েছে। টিম হোটেলে দেরি করে ফেরায় তাদের এই জরিমানা করা হয়।
সূত্র বলছে, আফ্রিদিসহ পাকিস্তানের আরও সাতজন ক্রিকেটার টিম হোটেল ছেড়ে বাইরে যায়। কিন্তু তারা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার ৪৫ মিনিট পর টিম হোটেলে ফেরেন। যা বিশ্বকাপের নিয়ম বহির্ভূত হওয়ায় তাদের জরিমানা গুণতে হচ্ছে।
পাকিস্তানের স্কোয়াড হতে আগেই ছিটকে পড়েছেন উমর গুল, সাঈদ আজমল, জুনায়েদ খান আর মোহাম্মদ হাফিজের মতো তারকা খেলোয়াড়রা। আবার পাকিস্তান শিবিরে ইনজুরির হানা দুঃশ্চিন্তায় রেখেছে পুরো দলটিকে। নতুন করে ইনজুরিতে পড়েছেন পেস বোলার সোহেল খান। এমন এক পরিস্থিতিতে জরিমানার ফেরে পড়ায় নতুন করে দুশ্চিন্তা ভর করেছে বিশ্ব ক্রিকেটের এই আসরের অন্যতম দল পাকিস্তান। এখন সময়ই বলে দেবে তারা কতটা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারেন।