দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিসহ ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেদেশের আদালত। ‘রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ’ মামলায় তাকে এই দণ্ড দিয়েছে আদালত।
মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিসহ ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে সেদেশের আদালত। ‘রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ’ মামলায় তাকে এই দণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও ১৩ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তবে বদির আইনজীবি আহমেদ হেলমি এই রায়কে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন। বদির আইনজীবি অভিযোগ করেছেন যে, শুনানি শেষ হওয়ার আগেই রায় দেওয়া হয়েছে। আগামী মাসে ১১ এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। তবে আসামীপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, একই দিন উত্তরাঞ্চলীয় শহর মনসুরার একটি আদালত অপর একটি মামলায় ব্রাদারহুডের ৮ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের জুলাইয়ে মিশরে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর অকল্পনীয় বর্বরতা চালিয়ে আসছে সেদেশের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার।